শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | Kolkata: বড়দিনে শুরু সঙ্গীতমেলা

Pallabi Ghosh | ২৩ ডিসেম্বর ২০২৩ ১৬ : ০৮Pallabi Ghosh


সঙ্কর্ষণ বন্দ্যোপাধ্যায়: সোমবার বড়দিনে শুরু তথ্য–সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বাংলা সঙ্গীত মেলা এবং বিশ্ব বাংলা লোকসংস্কৃতি উৎসব। নামী শিল্পীদের পাশাপাশি কলকাতার বিভিন্ন মঞ্চে অসংখ্য নবীন শিল্পী গান শোনাবেন দর্শক–শ্রোতাদের। সোমবার থেকে কলকাতার ১১টি মঞ্চে একসঙ্গে শুরু সঙ্গীত মেলা, চলবে ১ জানুয়ারি পর্যন্ত। রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, মহাজাতি সদন, ঋষি অরবিন্দ পার্ক (‌‌নেতাজিনগর), হেদুয়া পার্ক, মধুসূদন মুক্তমঞ্চ, একতারা মুক্তমঞ্চ, দেশপ্রিয় পার্ক, রাজ্য সঙ্গীত অ্যাকাডেমি মুক্তমঞ্চ, মুকুন্দপুর ফুটবল খেলার মাঠ, চারুকলা পর্ষদ সংলগ্ন মুক্তমঞ্চে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে বিভিন্ন ধারার বাংলা গান শোনা যাবে শিল্পীদের কণ্ঠে। ৫ হাজারের বেশি সঙ্গীতশিল্পী, সঞ্চালক, যন্ত্রশিল্পী অংশ নেবেন এবারের সঙ্গীত মেলা এবং বিশ্ব বাংলা লোকসংস্কৃতি উৎসবে। এবারের সঙ্গীত মেলায় কলকাতা ছাড়া বিভিন্ন জেলার শিল্পীরাও সঙ্গীত পরিবেশনের সুযোগ পাবেন বিভিন্ন মঞ্চে। বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতা ও কর্মশালায় অংশ নেওয়া প্রতিভাবান নবীন শিল্পীরা এই মেলায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এছাড়াও অডিশনের মাধ্যমে ৬০০ জন নতুন শিল্পী এবারের বাংলা সঙ্গীত মেলায় গান গাওয়ার সুযোগ পেয়েছেন। বিশ্ব বাংলা লোকসংস্কৃতি উৎসবে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে লোকশিল্পীরা অংশগ্রহণ করবেন চারুকলা পর্ষদ সংলগ্ন মুক্তমঞ্চে। অন্যবারের মতো এবারও দেশপ্রিয় পার্কের মঞ্চ জনপ্রিয় বাংলা ব্যান্ডের পাশাপাশি নতুন নতুন বাংলা ব্যান্ডের গানে মুখরিত হয়ে উঠবে প্রতিদিন। গগনেন্দ্র প্রদর্শশালায় ‘‌বাংলার আদিবাসী হস্তশিল্প’‌ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করবেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন জেলার হস্তশিল্পীরা উপস্থিত থাকবেন তাঁদের শিল্পকর্মের সম্ভার প্রদর্শন ও বিপণনের জন্য। এই প্রদর্শনী চলবে ১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর দুটো থেকে রাত ন’‌টা পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে। বাংলা সঙ্গীত মেলা উপলক্ষে রবীন্দ্রসদন–নন্দন প্রাঙ্গণে অস্থায়ী স্টল তৈরি করে সঙ্গীত বিষয়ক পুস্তক, রকমারি হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে থাকছে নানা স্বাদের খাবারের স্টল। শনিবার বিকেলে রবীন্দ্রসদন প্রাঙ্গণে বাংলা সঙ্গীত মেলার ‘‌কার্টেন রেজার’‌ অনুষ্ঠানে বাংলার লোকসংস্কৃতির বর্ণময় ঝলক পাওয়া গেল। বিভিন্ন জেলার লোকশিল্পীরা তাঁদের নাচ–গান–বাদ্যে বাংলার সমৃদ্ধ লোকশিল্পকে তুলে ধরেন। কার্টেন রেজারের আগে রবীন্দ্রসদনে সাংবাদিক সম্মেলনে বাংলা সঙ্গীত মেলার নানা দিক তুলে ধরে তথ্য–সংস্কৃতি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, ‘‌২০১১–র পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উচ্চতায় নিয়ে গিয়েছেন বাংলা সঙ্গীত মেলাকে, সেটা আরও একবার চাক্ষুষ করতে পারবেন সঙ্গীতপ্রেমী মানুষজন।’‌ তিনি আরও বলেন, ‘‌মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছে অনুসারে আগামী বছর থেকে মূল সঙ্গীত মেলার আগে জেলায় জেলায় চারটি চার দিনের সঙ্গীত মেলা আয়োজিত হবে।’‌ বাংলা সঙ্গীত মেলা ও বিশ্ব বাংলা লোকসংস্কৃতি উৎসবের সাংবাদিক সম্মেলন ও কার্টেন রেজারে এদিন উপস্থিত ছিলেন তথ্য–সংস্কৃতি সচিব শান্তনু বসু, সাংস্কৃতিক অধিকর্তা কৌশিক বসাক, নন্দনের অধিকর্তা শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, কৌস্তুভ তরফদার, তপন তরফদার, দেবজ্যোতি বোস, শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোমচৌধুরি, সৈকত মিত্র, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর আচার্য প্রমুখ।

ছবি: সুপ্রিয় নাগ‌




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

শিশুদিবসে নতুন শিক্ষাকেন্দ্র উদ্বোধন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের...

অর্জুনের অজুহাত, বলছেন, ‘আমাকে মারতে এসেছে রাশিয়া থেকে বিষ’, ‘দৌরাত্ম্য’ সামলাতে কড়া মমতা ...

শহরে ফের পুলকার দুর্ঘটনা, আহত পুলকার চালক এবং এক স্কুল পড়ুয়া...

কর্মসংস্কৃতির পক্ষে সওয়াল, কর্মীদের হাজিরা নিয়ে কড়া পদক্ষেপ, কী নির্দেশ জারি করল নবান্ন...

খাস কলকাতায় ফের অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে লর্ডস মোড়ের বাজার ...

ভোট শেষ হওয়ার আগেই দান ছেড়ে দিল বিরোধীরা, নৈহাটিতে খোশমেজাজে শাসক শিবির ...

ডায়মন্ড হারবারে শুরু বিনোদিনী নাট্য উৎসব

দু'দিনে হারকিউলিস হতে বাজার থেকে কিনে স্টেরয়েড খাচ্ছেন? চিকিৎসকদের হুঁশিয়ারি শুনলে ছুঁয়েও দেখবেন না...

দাউ দাউ করে জ্বলছে সব বাইপাসের ধারে, ফের আগুন বস্তিতে...

গুরু নানকের জন্মদিনে কটা থেকে চলবে মেট্রো, পরিষেবা স্বাভাবিক থাকবে?‌ জানুন কর্তৃপক্ষ কী বলছে ...

প্রকৃতি সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ মার্লিন গ্রুপের ...

দুই বাসের রেষারেষি, উল্টোডাঙায় বেপরোয়া গতির বলি খুদে পড়ুয়া...

প্রয়াত চিত্রসাংবাদিক সুপ্রিয় নাগ

শীতে চিড়িয়াখানায় গিয়ে ‘‌বাবু’‌–র সঙ্গে হ্যান্ডশেক করবেন?‌ সুযোগ করে দিচ্ছে কর্তৃপক্ষ...

বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট, ভাঙল হাড়, ভর্তি হাসপাতালে...

আজ থেকে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে বড়সড় বদল, কোন রুটে চলবে না মেট্রো? ...

কত যাচ্ছে পেট্রোল ডিজেলের দাম লিটার পিছু? গাড়ি নিয়ে বেরোনোর আগে নিন চোখ বুলিয়ে ...



সোশ্যাল মিডিয়া



12 23